স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন মিয়ার হত্যাকান্ডের ঘটনায় শোকসভা করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে কলেজ অধ্যক্ষ ফরাশ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম খান, মিহির রঞ্জন সরকার, তরিকুল ইসলাম হারুন, লতিফ হোসেন, দেবল চৌধুরী প্রমোদ সাহাজি প্রমূখ। সভায় বক্তারা সুমন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে, সুমনের মৃত্যুতে কলেজ ক্যাম্পাসে ছিল শোকাবহ পরিবেশ। অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থী উপস্থিতি ছিল অনেক কম। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সুমন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ব্যাপারে রোববার দুপুর পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। গত শনিবার সকালে জেলার বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার জের ধরে হত্যা করে তার কয়েকজন সহপাঠীরা।