লাখাইয়ে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১৫
তারিখ: ১-জুলাই-২০১৬
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

লাখাই উপজেলার লক্ষিপুর গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থদের মধ্যে নির্বাচনী ও গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষে ওয়াহেদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ মিয়া লক্ষিপুর গ্রামের মৃত আব্দুস সমেদের মিয়ার পুত্র।

পুলিশ জানায়, লাখাই উপজেলার ২নং মুড়াকড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থী মজিবুর রহমানের মিয়ার সাথে পরাজিত মেম্বার প্রার্থী পটল ও হিরাই মিয়ার দীর্ঘদিন যাবত নির্বাচনী দ্বন্ধ ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই ওয়াহেদ মিয়া নিহত হয়। এছাড়াও ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী বিরোধ ও গ্রাম্য অধিপত্য নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রথম পাতা