হতাশ তৃণমুলের নেতাকর্মীরা ॥ পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই চলছে বানিয়াচঙ্গের ছাত্রলীগ
তারিখ: ২৮-সেপ্টেম্বর-২০১৬
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচংয়ে ছাত্রলীগের অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ দুই বছর ধরে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন হচ্ছে না। এখন পর্যন্ত ৮ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েই চলছে ছাত্রলীগের কর্মকান্ড। পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ। তরুণ নেতৃত্বের নানামুখী চাপে রয়েছে ছাত্রলীগের দায়িত্বশীলরা। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় একাধিক গ্র“পে বিভক্ত হয়ে পড়েছে ছাত্রলীগের ভবিষ্যত নেতাকর্মীরা। ভেঁঙ্গে পড়েছে ছাত্রলীগের চেইন অব কমান্ড। নেতৃত্ব সংকটে এখানে দৃশ্যমান কোন কার্যক্রম নেই বললেই চলে। এর ফলে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সংগঠনটি এমনটাই মনে করছেন মাঠ পর্যায়ের নেতারা। তবে দীর্ঘদিন পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ঘটনাকে দলের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করছেন ছাত্রলীগের পরীক্ষিত নেতাকর্মীরা। তারা জানান, এলাকায় কোন অনুষ্ঠান হলেই সেখানে বক্তৃতা দেয়ার কাজ ছাড়া আর কোন কর্মকান্ড নেই সভাপতির। সাধারণ নেতাকর্মীরাও বর্তমান কমিটির সদস্যদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নেতা কর্মীরা জানিয়েছেন যত দ্রুত কমিটি হলে দলের জন্য ততই মঙ্গঁলজনক। জানা যায়,গত ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সভাপতি হিসেবে আব্দুল হালিম সোহেল, সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম উজ্জ্বল, সাইদুল হাসান শোয়েব, সহসভাপতি আশরাফ উদ্দিন তিতাস, আহবাব হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইম হাসান পুলক ও কাওছার আহমেদ শিহাব এই ৮ জন সদস্য নিয়ে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগ। প্রায় দুই বছর অতিবাহিত হবার পরেও আজ পর্যন্ত পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে কমিটির সদস্যরা। তবে বর্তমান কমিটি বিলুপ্ত করে অচিরেই নতুন একটি কমিটি আসার সম্ভাবনা রয়েছে বলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, আজ পর্যন্ত পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মনোবল ভেঁঙ্গে গেছে। কার্যক্রমেও নেমে এসেছে স্থবিরতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তারুণ্য নির্ভর দল ছাত্রলীগ করার মতো কাউকে খোঁজে পাওয়া যাবেনা। দ্রুত এই কমিটি ভেঁঙ্গে নতুন কমিটি দেয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল জানান, আমরা ৬১ জন বিশিষ্ট কমিটি করে ৮ মাস আগে জেলা কমিটির কাছে জমা দিয়েছি। আশা করি কিছু দিনের মধ্যেই আমরা কমিটি পেয়ে যাবো। এ বিষয়ে  জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরীর মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

প্রথম পাতা
শেষ পাতা