বাহুবলে পুলিশ কন্যার বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ
তারিখ: ১৯-মে-২০১৭
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলে এক পুলিশ কন্যার বাল্য বিয়ে পন্ড করে দিল থানা পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার বাহুবল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বাহুবল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশের কনস্টেবল ফারুক মিয়ার কন্যা ও ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ফাহমিদা আক্তার তানিয়ার (১৫) সঙ্গে শ্রীমঙ্গল উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য্য ছিল। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে অনানুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার প্রস্তুতির শেষ পর্যায়ে যখন বর পক্ষ অভিভাবকসহ কনের বাড়িতে হাজির তখনই গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে বর পক্ষকে চলে যেতে বাধ্য করে। এদিকে, মেয়ের বাবা ফারুক মিয়া বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, তারা আমার মেয়েকে দেখতে এসেছিল। বর পক্ষের নাম-পরিচয় দিতেও অস্বীকৃতি জানান তিনি। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মহিলা বিষয়ক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে বর পক্ষকে ফেরত পাঠানো হয়েছে।

প্রথম পাতা