মিরপুরে হোটেল ফার্মেসীসহ ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
তারিখ: ২৪-জুলাই-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলায় মিরপুর বাজারে ভ্রাম্যমাান আদালত পরিচালিত হয়েছে। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে হেটেল, মাছের আড়ৎ ও ফার্মেসীসহ ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেনে জেলা ক্যাব কমিটির সেক্রেটারী সৈয়দ হুমায়ূন কবীর পাশা। জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও বিতরণ করার দায়ে মাহবুব হোটেলকে ৬ হাজার টাকা, খাদ্যপন্য খোলা থাকা ও খাবারে মাছি থাকার দায়ে শামিম হোটেলকে ৬ হাজার টাকা, ওজনে কম দেয়া ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে ইমরানের মাছের দোকানকে ১ হাজার টাকা এবং ঔষুধের নির্ধারিত মূল্য মুছে নিজেরা অতিরিক্ত মূল্য লেখার দায়ে একটি ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার এস.আই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ।

প্রথম পাতা