বাহুবলে জুয়াড়িসহ ৭ জনকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড
তারিখ: ২৪-জুলাই-২০১৭
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলে ৫ জুয়াড়িসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সন্ধ্যায় সরকারি আদেশ অমান্য করে বাহুবল বাজারের প্রধান সড়কে পার্কিং করায় বশিনা গ্রামের আব্দুল আলীর পুত্র সিএনজি অটোরিকশা চালক দুলাল মিয়া (২০) ও পূর্ব দত্তপাড়া গ্রামের সনজব আলীর পুত্র সিএনজি অটোরিকশা চালক শিপন মিয়া (২২) কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত]। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন নিজেই তাদের হাতেনাতে আটক করেন। এদিকে, একই দিন সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ৫ জুয়াড়িকে ২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। রবিবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহিম ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার বাবনাকান্দি গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো-উপজেলার বাবনাকান্দি গ্রামের মৃত সনজব উল্লার পুত্র মকছুদ আলী (৫৫) ও ফিরোজ আলী (৫০), আব্দুল কালামের পুত্র আবদাল মিয়া (৪৫), জাঙ্গালিয়া গ্রামের নুর হোসেনের পুত্র জিতু মিয়া (৪৫) ও হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ জমির আলী (৫০)।

প্রথম পাতা