জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে অভিযোগ ॥ শহরে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করছে সুশান্ত দাশ
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ত্রাশের রাজত্ব কায়েমের অভিযোগ এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে সুশান্ত দাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ৩নং ওয়ার্ডের লোকজন এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ওই এলাকার বাসিন্দা সুশান্ত দাশের নেতৃত্বে তনু দাস, হরিদাস, সুমন, শ্যামল বাঘা, নজির মিয়া ও সুজন মিয়া বেশ কিছুদিন ধরে পৌর এলাকার নোয়াহাটি, ঘাটিয়া, বাতিরপুর ও নাতিরপুর এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও চাঁদাবাজী করে আসছিল। গত ২ ডিসেম্বর তারা বাতিরপুর এলাকার প্রহল্লাদ কর্মকারের বাড়িতে হামলা এবং ভাংচুর করে। এ সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা বাড়ির লোকজনকে অস্ত্রেরমুখে জিম্মি করে রাখে। পরবর্তীতে পরিবারের লোকজনের শোর চিৎকারেআশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন। এলাকাবাসীর অভিযোগ, সরকার দলীয় কেন্দ্রীয় নেতাদের পরিচয় দিয়ে এই অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে অভিযুক্তরা। তাদের আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন। এদিকে তাদের বিরুদ্ধে এলাকার লোকজন এক প্রতিবাদ সভা করেন। এ সময় বক্তারা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, পীযূষ চক্রবর্তী, সুদ্বীপ বণিক, স্বপন বণিক, সুজিত বণিক, বিমল দত্ত, বিপ্লব রায় চৌধুরীসহ এলাকার লোকজন।

প্রথম পাতা