জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ হত্যা মামলার রায় প্রকাশ
তারিখ: ১৪-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ প্রিন্স মাহমুদ হত্যা মামলার রায় প্রকাশ করা হয়েছে। ১৩/১২/২০১৭ ইং তারিখে সিলেট দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ আমিনুল ইসলাম এ হত্যাকান্ডের রায় ঘোষণা করেন। আদালত সূত্র থেকে জানা যায়, যে সাক্ষীগনের সাক্ষ্য, মৃত  মো: প্রিন্স মাহমুদ এর ময়না তদন্ত রিপোর্ট পর্যালোচনা, সি,এস পর্যালোচনা ও সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে আসামী হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সুমন মিয়ার নেতৃত্বে অন্যান্য আসামীদের নিয়ে হত্যার পরিকল্পনা করে হত্যাকান্ডটি সংঘটিত হয়। তাই আসামি  মো: সুমন  মিয়া, মো: শাহ্ মোস্তফা, মো: শাহ্ আলমগীর, মো: শাহ এমরান, মো: সাজিদ মিয়া এর বিরুদ্ধে দন্ড বিধি আইনে ৩৬৪/৩০২ ধারায় উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে উক্ত অপরাধে দোষী সাব্যস্ত করে আসামি মো: সুমন মিয়া, মো: শাহ্ মোস্তফা, মো: শাহ্ আলমগীর, মো: শাহ্ এমরান, মো: সাজিদ মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হইল।  এছাড়াও অপর আসামী মো: সাজান মিয়া, মো: সুহেল রানা ও মো: এখলাছ মিয়া উক্ত অপরাধে সহযোগীতা করায় প্রত্যেককে ৭ বৎসর সশ্রম কারা দন্ডে দন্ডিত করা হয় এবং প্রত্যেককে ২০,০০০/- বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আসামী মো: রনি আহমেদ এর বিরুদ্ধে সাক্ষীগন অভিযোগ প্রমাণ করিতে ব্যর্থ হওয়াতে আসামী মো: রনি আহমেদকে অভিযোগ হইতে বেকসুর খালাস দেওয়া হয়। আসামী মো: সুমন মিয়া, মো: শাহ্ আলমগীর ও মো: শাহ্ এমরান পলাতক রয়েছে। আদালত সূত্র জানায়, উল্লেখিত পলাতক আসামীদের পুলিশ কর্র্তৃক গ্রেফতার অথবা আদালতে হাজির হওয়ার পর থেকেই সাজা কার্যকর হবে। অপর আসামী মো: শাহ্ মোস্তফা, মো: সাজিদ মিয়া, মো: সাজান মিয়া, মো: সুহেল রানা ও মো: এখলাছ মিয়াকে সাজা প্রাপ্ত আসামী মূলে জেল হাজতে প্রেরণ করা হয়।