চুনারুঘাটে স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামীর এক বছরের কারাদন্ড
তারিখ: ১৩-ফেব্রুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

নারী শিশু নির্যাতন ও যৌতুক মামলায় দৌলত মিয়া নামের যৌতুক লোভী স্বামীকে এক বছরের সাজা দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এক বছরের সাজা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড-এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। নারী ও শিশু নির্যাতনের পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম জানান, ২০১৩ সালের ২ জানুয়ারি চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের শাহ আব্দুর রউফ এর কন্যার নিকট যৌতুক দাবি করে নির্যাতন করে তার স্বামী একই উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র দৌলত মিয়া। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দায়েরের পর আদালত ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এ রায় দেন এবং মামলার ৪ আসামী খালাস দেন। রায়ের পর দৌলত মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা