২০% মহার্ঘভাতাসহ ১৯ দফা দাবীতে ॥ শাহজিবাজারে রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
তারিখ: ১৩-ফেব্রুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির আলোকে ২০% মহার্ঘভাতা পরিশোধের দাবিতে শাহজিবাজারে সরকারি রাবার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার দুপুরে শাহজিবাজার রাবার বাগানের ৫ শতাধিক শ্রমিক এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। মিছিল শেষে সমাবেশে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সিবিএর কমিটিগুলো তাদের দাবি-দাওয়া তুলে ধরে। বশিউক শাহজিবাজার রাবার বাগান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন শ্রমিক/কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ আলী রায়হান। প্রধান অতিথি ছিলেন-শাহজিবাজার রাবার বাগান শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হারুর অর রশীদ। এ ছাড়াও বক্তব্য দেন- শাহজিবাজার রাবার বাগান শ্রমিক-কর্মচারী লীগ এর সভাপতি মোঃ জাহের আলী শাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কবির, সাবেক সভাপতি মোঃ বাহার আলী শাহ, রাবার বাগান শ্রমিক কর্মচারী ফেডারেশন, সিলেট জোন এর সদস্য মোঃ শাহজাহান মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা ২০% মহার্ঘভাতার দাবি ছাড়াও সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭ শ ৫০ টাকা ও ২০১৫ সালের ১ জুলাই ঘোষিত জাতীয় মজুরী প্রদানসহ ১৯ দফা দাবি উথ্বাপন করেন।

প্রথম পাতা
শেষ পাতা