নন্দনপুরে আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের পায়তারা
তারিখ: ১৪-মার্চ-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার ৫নং লামাতাসি ইউনিয়নের নন্দনপুরে কোর্টের রায় অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের পায়তারা করছে একদল প্রভাবশালী ভূমিদস্যূ। শুধু তাই নয়, ওই প্রভাবশালী ভূমিদস্যুরা জায়গার প্রকৃত মালিককে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণে হত্যার হুমকি দিয়ে আসবে। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, ২০১১ সালে খরিদ সূত্রে নন্দনপুর গ্রামের জমির আলী ও তার পরিবারের ৬ সদস্যের কাছ থেকে ২২ শতক জায়গা ক্রয় করেন উপজেলার কাজীহাটা গ্রামের আব্দুর রহমানের পুত্র মোস্তফা সহিদ। এরপর থেকেই নন্দনপুর গ্রামের আইন উদ্দিনের পুত্র আব্দুস ছাত্তার, আব্দুস ছাত্তারের পুত্র ইউনুছ মিয়া ও ইছাক মিয়া, আব্দুল গনির স্ত্রী আকিজা আক্তার ওই জায়গাটি তাদের মৌরসী সম্পত্তি দাবী করে আসছেন এবং দখলের পায়তারা  করে আসছে।  ফলে মোস্তফা সহিদ বাদি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত হবিগঞ্জে নামজারী আপিল মামলা মামলা দায়ের করেন। যার নং-১১৬/১৫ইং। এরপর আদালত মোস্তফা সহিদের পক্ষে রায় দেন এবং আদেশে আব্দুস ছাত্তারের নামজারী বাতিল করে দেন। এরপরও আব্দুস ছাত্তারের লোকজন আদালতের আদেশ অমান্য করে ওই জায়গাটি দখলে নেয়ার পায়তারা করে আসছে। কোনভাবেই ওই পুকুরের মাছ তারা মোস্তফা সহিদকে ভোগ করতে দিচ্ছে না। তারা নিজেরাই জোরপূর্বক মাছ নিধন করে ভাগাভাগি করে নিচ্ছে। এমতাবস্থায় ওই জায়গার মালিক পুকুর পাড়ে গেলেই আব্দুস ছাত্তারের লোকজন মারপিট করবে বলে হুমকি দিয়ে আসছে। ওই পুকুরের মাছ নিধন করতে গেলে প্রাণে হত্যা করবে বলে জানায়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এদিকে ওই পুকুরের প্রকৃত মালিক মোস্তফা সহিদ দখলদারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।

প্রথম পাতা