হাসপাতালে বিষাক্রান্ত অবস্থায় গৃহবধুর মৃত্যু ॥ চিকিৎসা অবহেলার অভিযোগ
তারিখ: ৯-নভেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিষাক্রান্ত অবস্থায় ইয়াছমিন আক্তার (২৮) নামের এক গৃহবধু মারা গেছে। সে মিঠামইন উপজেলার আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী বৈরাট গ্রামের তাজুল ইসলামের কন্যা। পরিবারের দাবি, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াশ না করে হবিগঞ্জের রেফার্ড করায় তার মেয়ের মৃত্যু হয়েছে। জানা যায়, কাঠাখালি গ্রামের লুকু মিয়ার পুত্র পল্লী চিকিৎসক এরশাদ মিয়ার সাথে ইয়াছমিনকে বিয়ে দেয়া হয়। সম্প্রতি ইয়াছমিন পিত্রালয়ে বেড়াতে আসে। গত বুধবার সন্ধ্যায় সে সকলের অগোচরে বিষপান করে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওয়াশ না করেই জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার হবিগঞ্জে রেফার্ড করেন। ওই দিন রাত ১২টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ইয়াছমিন মারা যায়। তবে এই মৃত্যুর জন্য দায়ী করেছেন ওই ডাক্তারকে তার পিতা। তিনি আইনেরও আশ্রয় নিবেন বলে জানান।

প্রথম পাতা
শেষ পাতা