নবীগঞ্জে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
তারিখ: ১৭-নভেম্বর-২০১৮
শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ ॥

নবীগঞ্জে ২ বস্তাভর্তি ২৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তানভির আহমেদ (১৮) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের রুস্তুমপুর টোলপ্লাজা থেকে গ্রেফতার করা হয়। আটক তানভির আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ছিদ্দিক আলীর পুত্র বলে জানা গেছে। পুলিশ জানায়, ওই সময় সে চুনারুঘাট উপজেলার সাতছড়ি থেকে (ঢাকা মেট্রো খ ১১-১৭১৮) প্রাইভেটকার যোগে সটের ও প্লাস্টিকের দুটি বস্তায় ২৭টি পলিথিনের ব্যাগে ২৭ কেজি গাঁজা নিয়ে সিলেটের উদ্দ্যেশে রওয়ানা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই কাওছার মাহমুদ তোরন ও এস আই সোহাগ একদল পুলিশ নিয়ে ওই স্থানে অবস্থান নিয়ে গাঁজাভর্তি কারটি আটক করতে ওৎ পেতে থাকেন। এক পর্যায়ে দুপুর পৌনে ১ টায় কারটি রুস্তুমপুর টোল প্লাজায় আসলে কারটি থামিয়ে তল্লাশি করে উল্লেখিত পরিমানের গাঁজা উদ্ধার করে মাদক ব্যবসায়ী তানভিরকে গ্রেফতার ও গাঁজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। পরে সন্ধায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এমন তথ্য জানান নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রথম পাতা