হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
তারিখ: ১১-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

আলোচনা সভা ও কেক কাটাসহ বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে শহরের আমিরচাঁন কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এস এম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, সংগঠনের সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রদীপ দাশ সাগর, অ্যাডভোকেট তাহমিনা খান, মোঃ গোলাম আকবর চৌধুরী, সাবিনা ইয়াসমিন, শিক্ষিকা শিউলী রানী দাস, এম. তবারক এ লস্কর, গোলাম মুক্তাদির চৌধুরী, অ্যাডভোকেট শায়লা পারভীন, কুমকুম চৌধুরী, প্রভাষক সাদিরুজ্জামান খান জুসেফ, বিকাশ রায়, রাজু রায়, আলহাজ্ব হাফিজুল ইসলাম, এমএ তাহের, কোষাধ্যক্ষ দৈনিক খোয়াই’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, শাহ জালাল উদ্দিন জুয়েল, সুব্রত দাস বৈষ্ণব, অ্যাডভোকেট অমৃত চন্দ্র দাশ, হেমেন্দ্র চন্দ্র দাশ, সিরাজুল ইসলাম জীবন, রাজু আহমেদ পাশা, সাকিব আহমেদ, প্রভাষক মোঃ শাহ আলম, রওশন আরা লুনা, প্রভাষক রামিম আহমেদ, রকিবুল হাসান হুমায়ূন, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মোঃ মামুন চৌধুরী, মোঃ নজরুল ইসলাম প্রমূখ।