শহরের স্টাফ কোয়ার্টার প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে হামলা মামলায় ৩ ব্যক্তি গ্রেফতার
তারিখ: ১১-জানুয়ারী-২০১৯
মোহাম্মদ শাহ আলম ॥

হবিগঞ্জে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামী গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, শহরের ইনাতাবাদ এলাকার সিকান্দর আলীর ছেলে আব্দুর রুফ (৪০), উমেদনগর এলাকার ধলাই মিয়ার ছেলে শাহিদ (৪৫) ও একই এলাকার ছাই মিয়ার ছেলে আব্দুল হাই (৪০)। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, গত ৩০ ডিসেম্বর রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্দেশে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে বিএনপি’র কর্মী সমর্থক ও নেতাকমীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে এ ঘটনায় ৪ জানুয়ারি শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছসহ ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন শহরের ইনাতাবাদ এলাকার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রথম পাতা