শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবালকে বিরামচরে সাতগ্রামের সমর্থন
তারিখ: ২২-জানুয়ারী-২০১৯
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালের সমর্থনে বৃহত্তর বিরামচরের সাতগ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ানদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিরামচর মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন- বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল হামিদ। পৌর কাউন্সিলর মোঃ সাইদুর রহমানের পরিচালনায় এ সভায় বিরামচর, দাউদপুর, সাবাসপুর, জগন্নাতপুর, মহলুলসুনাম, কলাপাড়া, লেঞ্জাপাড়াসহ সাতগ্রামের পক্ষে মুরুব্বীয়ানরা আব্দুর রশিদ তালুকদার ইকবালকে চেয়ারম্যান পদে প্রাথী হতে পূর্ণ সমর্থন জানান। সভায় বক্তারা বলেন- আব্দুর রশিদ তালুকদার ইকবাল সাদা মনের মানুষ। তিনি পদের লোভী নয়। নিঃস্বার্থ ভাবে সমাজসেবায় নিয়োজিত আছেন। তাঁর পিতা মরহুম নিম্বর আলী তালুকদার ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা কৃষক লীগের প্রথম সভাপতি। দায়িত্ব পালন করেছেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রথম সাধারণ সম্পাদকের। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছের একজন মানুষ ছিলেন তিনি। তাঁর (নিম্বর আলী তালুকদার) পুত্র আব্দুর রশিদ তালুকদার ইকবাল জীবনের শুরু থেকেই সক্রিয়ভাবে আওয়ামী লীগের সাথে যুক্ত। পর্যায়ক্রমে তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ নির্বাচন করে বিপুল ভোটে তিনি জেলা পরিষদ সদস্য হয়ে তৃণমূলের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। সুখ দুঃখে লোকজনের পাশে তিনি রয়েছেন। যার ফলে তৃণমূল লোকজনের মাঝে তিনি জনপ্রিয় একজন নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তাঁর মাধ্যমে এলাকার উন্নয়ন হবে। নির্বাচনে জয়ী করতে দলমত নির্বিশেষে আমরা তাঁর পাশে আছি। উপস্থিত বক্তাদের বক্তব্যে মুগ্ধ হয়ে আব্দুর রশিদ তালুকদার ইকবাল  বলেন, আপনারা আজ যে ভালবাসা দেখিয়েছেন। তা আমি কোনদিন ভুলতে পারব না।  আমি আপনাদের পাশে আছি। আমার জন্য দোয়া করবেন। সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরুব্বী শেখ মুজিবুর রহমান, আব্দুল হক, মাওলানা সাজিদুর রহমান, খুর্শেদ আলী, মলাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, হাফেজ তাজুল ইসলাম, আব্দুল হাই জমাদার, রাহেল মিয়া সরদার, সাবেক মেম্বার ছোয়াব তালুকদার, হাজী তাহির মিয়া ডিলার, ফজল উদ্দিন তালুকদার, এমএ তাহের তালুকদার, মাহবুবুর রহমান, হাজী শফিক মিয়া তালুকদার, আমীর হোসেন, সৈয়দ তানবির আহমেদ জুয়েল, কিতাব আলী শাহীন, খায়রুল আলম কাউন্সিলর, জাহির আহমেদ সোহেল, মোঃ ছোরাব আলী, শংকর রায়, হামিদুল হক বুলবুল, আব্দুল কাদির দরবেশ, নজির হোসেন, আমজাদ আলী, আব্দুর নুর ইঞ্জিনিয়ার, মোঃ ইদ্রিস মিয়া, ইমান আলী তালুকদার, তোরাব আলী মাস্টার, কাছম আলী তালুকদার লাকু, সিদ্দিক মিয়া, হাজী আরজু মিয়া, জিতু মিয়া, দিলু মিয়া তালুকদার, হাজী বন্দর আলী, মন্নাফ ভান্ডারী, ফজল মিয়া, শাহজাহান মিয়া, আব্দুল জব্বার তালুকদার মুরাদ, শেখ মুখলিছুর রহমান, জামাল আহমেদ দুলাল, সৈয়দ এবাদুল হক শাহীন, উস্তার মিয়া, আব্দুল আহাদ, টিএম আফজাল, জামাল আহমেদ অনিক, মাসুক আহমেদ, আব্বাস উদ্দিন তালুকদার, ইলিয়াছ মিয়া, জয়নাল সরদার, আবু কামাল, নুর উদ্দিন তালুকদার, জুনাইদ তালুকদার, জাহেদ মিয়া, শেখ ফয়সল প্রমুখ।

প্রথম পাতা