হবিগঞ্জের শেখ সুমা জামান মানবাধিকার শান্তি পদক পেলেন
তারিখ: ২২-জানুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

অর্গানাইজেশন ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট “হোসেড“ এর নিবার্হী পরিচালক শেখ সুমা জামান মানবাধিকার শান্তি পদক পেয়েছেন। গত রবিবার ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস আয়োজিত সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত এক গুণীজন সংবর্ধনায় এ পদক প্রদান করা হয়। সফল এনজিও ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসাবে শেখ সুমা জামান কে এই সম্মাননা পদক প্রদান করা হয়। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের সভাপতি লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিচারপতি মকবুল হক, বিশেষ অতিথি ছিলেন, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এছাডাও উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদ খান প্রমুখ। উল্লেখ্য, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস, প্রতিষ্ঠালগ্ন থেকেই আত্মমানবতার সেবা, মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলনে ভুমিকা রাখার জন্য শান্তি পদক প্রদান করে থাকে।

প্রথম পাতা