নিরাপদ সড়কের দাবীতে শহরে শিক্ষার্থীদের মানববন্ধন
তারিখ: ২১-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

স্থানীয় টাউন হলের সামনে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকার নর্দ্দার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদের হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বুধবার দুপুরে প্রতিবাদী মানবন্ধন করে। ছাত্র নেতা লুৎফুন্নাহার মিলির সভাপতিত্বে ও ছাত্রনেতা প্রণব কুমার দেবের সঞ্চালণায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো. আব্দুল হাকিম, শিক্ষার্থী স্বর্ণা রায়, ইমদাদুর রহমান, সুব্রত দেব, সত্য প্রসাদ রায়, গৌতম রায়, তাহমিনা আক্তার কলি, মেফতাহুল জান্নাত ইকরা, অনুজ কুমার দাস প্রমুখ। প্রতিবাদী মানববন্ধনে বক্তাগন ছাত্রদের যৌক্তিক ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবী জানান অন্যথায় সমগ্র ছাত্রসমাজকে নিয়ে গণদূর্বার আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী করেন। গত মঙ্গলবার সকাল ১১ টায় বাসচাপায় আবরার আহমেদ নিহত হওয়ার পরপরই (বিইউপি) শিক্ষার্থীরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে ও ৮ দফা দাবী নিয়ে আন্দোলন গড়ে তুলে এবং বুধবার সারাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচি ঘোষনা করেন আন্দোলনকারী (বিইউপি) শিক্ষার্থী মাঈশা নূর।