রাজাকার কায়সারের ফাঁসির রায়ে খুশি এলাকাবাসী ॥ মিষ্টি বিতরণ
তারিখ: ১৫-জানুয়ারী-২০২০
স্টাফ রিপোর্টার ॥

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের ফাঁসি বহাল রাখায় খুশি হবিগঞ্জের মুক্তিযোদ্ধারা। গতকাল রায় প্রকাশের পরপরই হবিগঞ্জ শহর ও মাধবপুরে মিষ্টি বিতরণ করেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ রায়ে সবচেয়ে বেশি খুশি মাধবপুর ও নাসিরনগর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলো। সৈয়দ মো. কায়সার মুক্তিযুদ্ধের সময় ওই এলাকাতেই হত্যা-গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায়, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালিয়েছিলেন।

আপিল বিভাগে রাজাকার সৈয়দ মো. কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার মাধ্যমে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি তার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন বলেন, ‘রাজাকার কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখায় আমরা মুক্তিযোদ্ধারা ও বীরাঙ্গনা অনেক খুশি। আমাদের প্রাণের দাবি ছিল মাধবপুর ও নাসিরনগর এলাকার এই কুখ্যাত রাজাকারের ফাঁসি হোক। আপিল বিভাগে যেহেতু চূড়ান্ত রায় হয়েছে এখন শুধুমাত্র কার্যকরের পালা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই এই কুখ্যাত রাজাকারের ফাঁসি কার্যকর করা।’

মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায় বলেন, ‘আমাদের এলাকায় পাকিস্তানিরা যত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ চালিয়েছিল, তার সবই কুখ্যাত রাজাকার কায়সারের নির্দেশেই হয়েছিল। দীর্ঘ সময় পরে হলেও এই রাজাকারের চূড়ান্ত ফাঁসির রায় হওয়ায় আমরা অনেক খুশি। এখন দ্রুত রায় কার্যকর হলে আমরা আর কিছুই চাই না।’