চুনারুঘাটের মুড়ারবন্দ ওরসে পানি খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
তারিখ: ১৫-জানুয়ারী-২০২০
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে মুড়ারবন্দ মাজারের ওরসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে অন্তত ১০ জন আহত হন। আহতরা হলেন- রুমা আক্তার (২৫), সোনিয়া (৩০), লিজা আক্তার (৩৮), তানজিলা (৪০), নাঈমা আক্তার (৪৫), আব্দুস সাত্তার (৩৫), পুতুল বেগম (৩০), জাহানারা (৪০)।

ঘটনার খবর পেয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি মো. নাজিম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মামুন ভূইয়া, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ কাউছার বাহার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। পরে স্থানীয় লোকজন মিলে মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম নজরুল চিশতির বাসায় উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেন।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দিন বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কেউ মামলা দেয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও মাজারের খাদেমরা মিলে বিষয়টি সমাধান করে দেয়া হয়েছে।

দরবার শরীফের মোতাওয়াল্লী (প্রধান খাদেম) আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশতি বলেন, দুইদল পাগলের মাঝে ঝগড়া হয়েছিল। এর শান্তিপূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে।’