শায়েস্তাগঞ্জে বহু অপকর্মের হোতা শফিককে আটক করে পুলিশে সোপর্দ
তারিখ: ২৩-জানুয়ারী-২০২০
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার আলোচিত যানবাহনের চাঁদাবাজ বহু অপকর্মের হোতা শফিক মিয়াকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করেছে। গতকাল দুপুরে এ ঘটনাটি ঘটে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের গেদা মিয়ার পুত্র। পুলিশের হাতে আটক হওয়ার পর শফিকের নানা অজানা কাহিনী বেরিয়ে আসতে শুরু হয়েছে। এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি নারী পাচারসহ বিভিন্ন অপকর্মের সাথে শফিক মিয়া জড়িত আছে বলে এলাকাবাসী জানিয়েছে। বিদেশে চাকুরীর প্রলোভন দিয়ে নারীদেরকে পাচার করে দিচ্ছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করে এসব ব্যবসা চালাচ্ছে শফিক মিয়া। গতকাল ওই সময় যানবাহন থেকে টাকা উত্তোলনের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করে।

অনুসন্ধানে জানা যায়, সুজাতপুর গ্রামের লাইজু আক্তার নামে এক মহিলা গতকাল রাত প্রায় ২টায় সময় তার চাচাতো ভাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা হয়েছিল নতুন ব্রিজ নামক স্থানে স্ট্যান্ডের পাশে উবাহাটা সরদার বাড়ি গ্রামের শফিক মিয়া ও তার লোকদেরকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টাকালে শোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করে। এসময় শফিক সটকে পড়ে। শফিকের এসব কাহিনী লাইজু আক্তার ফেইসবুকে ভাইরাল করলে এলাকায় জানাজানি হয়ে যায়। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে।

প্রথম পাতা