আজমিরীগঞ্জে কৃষি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত
তারিখ: ৩১-জুলাই-২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি \

আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাযায়, গত ২০ জুলাই (সোমবার) আজমিরীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি মৃত্যুবরন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন নিশ্চিত করেন। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একটি শোকবার্তা প্রকাশ করেন।