বানিয়াচংয়ের উত্তর সাঙ্গরে গরু নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
তারিখ: ৩১-জুলাই-২০২০
মো. তৌহিদ মিয়া \

বানিয়াচংয়ে উত্তর সাঙ্গরে গরু নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা সময় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- ফিরোজ মিয়া (৬০), মকছুদ আলী (৬৫), ওহাব আলী (৪৫) মর্তুজ মিয়া (৫০), জনাব আলী (৩৫), সৈয়দ মিয়া (৪০), আকমল (১৫), সহিদ মিয়া (৪০), দিলু মিয়া (৩৫), ওয়াহাব আলী (৫০), তাহার আলী (৪৮), সাহাব উদ্দিন (১২), সুমন মিয়াকে (১০) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়- কদর আলীর ছেলে ফিরোজ মিয়ার গরু কালাই মিয়ার ছেলে মকছুদ মিয়ার বাড়িতে যায়। এ নিয়ে দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পÿের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরেন।