আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা। বিশ্ব মুসলিম জাহান প্রতিবছর পরম উৎসাহ উদ্দীপনায় এ আনন্দ উৎসবটি পালন করে থাকেন। যদিও করোনার কারণে এবার স্বাস্থ্য বিধি মেনে মসজিদেই নামাজ আদায় করতে হবে মুসল্লীদের। পশু জবাইয়ের মাধ্যমে মানুষের পাশবিক মনোবৃত্তিকে নিবৃত্ত করাই পবিত্র ঈদুল আযহার শিক্ষা। হবিগঞ্জ শহরসহ বিভিন্নস্থানে ঈদ গাহ এবং খোলা মাঠে ঈদের জামায়াত বাতিল করেছে প্রশাসন। করোনা সংক্রমন রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এবার মসজিদে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতির উপর ভিত্তি করে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি জামায়াতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে কোন কোন মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেশি হলে একাধিকবার জামায়াতে নামাজ আদায় করা হবে।
জেলা প্রশাসক মো: কামরুল হাসান জানান, করোনা সংক্রমন রোধে ঈদ গাহ এবং খোলা মাঠে ঈদের জামায়াত বাতিল করা হয়েছে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন মসজিদ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। প্রত্যেক মুসল্লিকে নিজ বাড়ি থেকে অযু করে এবং মাস্ক ব্যবহার করে মসজিদে আসার কথা বলা হয়েছে।