মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হারুন মিয়া’র অধ্যাপক পদে পদোন্নতি
তারিখ: ৩১-জুলাই-২০২০
প্রেস বিজ্ঞপ্তি ॥

শিক্ষা মন্ত্রণালয়ের জি ও নং-১৮৪। গত ২৯ জুলাই ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দক্ষ কর্মকর্তা মোঃ হারুন মিয়া অর্থনীতির অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৪-১১-১৯৯০ খ্রিঃ তারিখে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান পূর্বক ২০০১ সাল পর্যন্ত উক্ত পদে কর্মরত ছিলেন। বদলীজনিত কারনে ২০০২ সালের ১ম দিকে তিনি বিয়ানীবাজার সরকারি কলেজে চাকুরী করেন। পূণঃরায় ২০০২ সালের মাঝামাঝি বৃন্দাবন সরকারি কলেজে যোগদান করেন। ২০০৫ সালে বৃন্দাবন সরকারি কলেজে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
২০১০ সালে একই কলেজে সযযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করলে হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে ২০-১০-২০১০ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করে একাধারে ১০ বছরের অধিক উক্ত পদে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। বদলীজনিত কারনে ১৮-০৩-২০২০ খ্রিঃ তারিখ থেকে অদ্যাবধি তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বিজয়পুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ও তার সহধর্মিনী জেসমিন আরা খানম চৌধুরী হবিগঞ্জ বি.কে জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।