মাধবপুর উপজেলার শেউলিয়া ব্রীজ এলাকা থেকে ভারতীয় গাঁজা ও সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে মনতলা বিওপির নায়েব সুবেদার আঃ হালিম এর নেতৃত্বে বিজিবির টহলদল মাধবপুর- হরষপুর সড়কের শেউলিয়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও সিএনজিসহ মাদক ব্যবসায়ী উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আক্তার ছেলের শাহ আলম মিয়া (২৫) কে আটক করে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।