বানিয়াচং উপজেলা সদরের বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে অন্যত্র সরিয়ে নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশসহ তদন্তের কপি বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে জমা দেয়া হয়েছে। জানা যায়, প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে পুকুর লীজের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের গাছ কর্তন, অভিভাবকদের সাথে অসদাচরণসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত বছরের পহেলা অক্টোবর বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হামদু মিয়া বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের বরাবরে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে গত বছরের ২৪ নভেম্বর প্রতিদিনের বাণীসহ কয়েকটি পত্রিকায় শিক্ষক মনিরুল ইসলামের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন তদন্ত কাজ সম্পন্ন করে অবশেষে তদন্ত রিপোর্ট বর্তমান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার কাছে প্রধান করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রিপোর্টে সুপারিশ করা হয়েছে। এই রিপোর্ট অচিরেই জেলা শিক্ষা অফিসারের বরাবরে পাঠানো হবে।