স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্রাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পৌর ছাত্রদল।
গতকাল মঙ্গলবার সকালে শহরের মুসলিম কোয়ার্টার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে এক পথসভায় মিলিত হয়। পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াস আলী তালুকদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক নাজমুল আলম, সাফায়েত রহমান খান তোয়া, ফয়জুর রহমান ইব্রাহিম, পারভেজ মোল্লা, সদস্য সৌরব, পৌর ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ শিপন, বাবুল আহমেদ, রায়হান, স্বাধীন, সৈয়দ কাওসার, চপল, শাহ মুবিন, জাবেদ, আবু তাহির, মোঃ নাঈম ও আরিফ প্রমূখ। পথসভায় বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় নেতৃবৃন্দ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী করেন।