শহরে মানিক চৌধুরী পাঠাগারে প্রথমদিনেই নানান বয়সী পাঠক
তারিখ: ১৩-জানুয়ারী-২০২১
প্রেস বিজ্ঞপ্তি ॥

পাঠাগার চালু হওয়ার পর গতকাল মঙ্গলবার পাঠক সমাবেশ শুরু হয়েছে মানিক চৌধুরী পাঠাগারে। পূর্ব নিধারিত বিকাল ৪টার পর থেকে পাঠকরা আসতে শুরু করেন পাঠাগারে। নারী-পুরুষ, বৃদ্ধ এবং শিশুদেরকে দেখা যায় এই পাঠাগারে। মানিক চৌধুরী কৌতুহল ও আগ্রহের শেষ ছিলোনা পাঠকদের! প্রিয় লেখকের বই ও পাঠাগারের পরিবেশে সন্তুুষ্ট পাঠকবৃন্দ। প্রথমদিনই সময় বৃদ্ধি করার প্রস্তাব এসেছে তরুণ পাঠকদের কাছ থেকে। পাঠকের পছন্দমতো বই এবং চমৎকার পরিবেশে ধরে রেখে মানসম্মত পাঠক গড়ে তোলা এ পাঠাগারের মূল লক্ষ্য, এমনটাই বললেন, মানিক চৌধুরী পাঠাগারের দাতা/প্রতিষ্ঠাতা সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উল্লেখ্য, মানিক চৌধুরী পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি অবঃ অধ্যপক ইকরামুল ওয়াদুদ বলেন, মানিক চৌধুরী পাঠাগার দিনে দিনে মানসম্মত পাঠকে কেন্দ্রবিন্দুতে মূখরিত হয়ে উঠবে। তিনি জানান, মানিক চৌধুরী পাঠাগার সপ্তাহের তিনদিন (শুক্রবার, শনিবার ও মঙ্গলবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঠকের জন্য উন্মুক্ত থাকবে।