শায়েস্তাগঞ্জে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তারিখ: ২১-জানুয়ারী-২০২১
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শায়েস্তাগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে সাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ও নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া বেগম,এডভোকেট হুমায়ুন কবির সৈকত পানাহার হোটেলের সত্যাদিকারী মোঃ আব্দুল মুকিত, প্রাণ আরএফএল এর সহকারী ব্যবস্তাপক এহসানুল হক প্রমুখ। সভায় বক্তারা মুজিববর্ষের মধ্যেই শায়েস্তাগঞ্জকে নিরাপদ খাদ্য বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হোটেল, বেকারী ,মালিক, কর্মচারী ও খামারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ মুলক বক্তব্য রাখেন।