শহরে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা
তারিখ: ২৩-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে নারী অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের টার্গেট হচ্ছে সদর হাসপাতাল, কোর্ট, শপিং মলসহ জনসমাগম এলাকা। প্রায়ই এসব চোরকে জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ কাউকে আদালতে সোপর্দ করে আবার কাউকে ছেড়েও দেয়। ফলে দিন দিন এসব অপরাধী সক্রিয় হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, যাদেরকে পুলিশ আদালতে সোপর্দ করে তাদের বিরুদ্ধে কোনো মামলা না দেয়ায় সহজেই তারা ছাড়া পেয়ে যায় এবং ফের একই অপরাধ জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আলা মিয়ার মেয়ে রাহেলা বেগম (২০) এবং পিয়ারা বেগম (১৮) নামের দুই নারীকে মোবাইল ও টাকা চুরির করার সময় হাতেনাতে আটক করে জনতা। তারা শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে আসা জনৈক মোবাইল ও টাকা চুরি করতে গেলে হাতেনাতে আটক হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাথে থাকা তার ছোট বোনের কথা বললে লোকজন পিয়ারা বেগমকেও আটক করে। আটকের পর তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রথম পাতা