আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
তারিখ: ৮-এপ্রিল-২০২১
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

 আজমিরীগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৩ প্রতিষ্ঠানকে ৩শ ৫০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদ- প্রদান করা হয়।

জানা যায়, প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার থেকে আগামী সোমবার

 পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে। সেই সাথে লকডাউন চলাকালীন সময়ে স্বাস্থবিধি ও সামাজিক নিরাপদ দূরত্বসহ ১৮টি নির্দেশনা মেনে চলতে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু, প্রশাসনের এ আদেশ অমান্য করে সাধারণ মানুষ নিজেদের ইচ্ছেমত চলাফেরা করছে। মাস্কবিহীন হাটবাজার ও যাহবাহনে চলাচল করছেন অনেকেই। এ বিষয়ে সাধারণ জনগনকে সচেতন করতে গতকাল উল্লেকিত সময়ে আজমিরীগঞ্জ বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন।  এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে পৌর এলাকার ইলামনগর নতুন বাড়ির মোঃ জাহের মিয়ার পুত্র তুহিন মিয়াকে ৫০ টাকা, সমীপুর গ্রামের প্রদীপ রায়ের পুত্র সুশংকর রায়কে ১শ ও শরীফনগর গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র মইনুল হককে ২শত টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে মাস্ক পরিধান ও নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার জন্য মাইকিং ও উৎসাহ প্রদান করেন। একই সময় আজমিরীগঞ্জ পৌরসভার সহায়তায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।