মাধবপুরে কবরস্থান নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
তারিখ: ৮-এপ্রিল-২০২১
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুরে একটি কবরস্থান নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান,  পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রাম ও রতনপুর গ্রামের ঘাট্রলবাড়ির গোষ্টির মধ্যে করবস্থানের বাউন্ডারি নির্মাণ

নিয়ে বিরোধ দেখা দেয়। এসয়য় কবরস্থানের আধিপত্য বিস্তার উভয় পক্ষের লোকজনে মধ্যে উত্তেজনা ছড়িয়ে ও ধাওয়া-পান্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। আহতের মধ্যে সেজু মিয়া (৫০), আশরাফুল (৩০), রেজ্জাক (৪০), শফিকুল (২২), দুলাল (৪৫), জুয়েল (২১), সোহেল (২২), জালাল (৩৫), রইছ আলী (৬৫), রঙ্গু মিয়া (৫৭), আজিজসহ (৪০) কমপক্ষে ১৫ জন আহত হন। আহতরা মাধবপুর ও হবিগঞ্জ  সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাধবপুর থানার পরির্দশক তদন্ত আমিনুল ইসলাম জানান, কবরস্থান নিয়ে দুই দল গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।