নবীগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল এক ব্যক্তির
তারিখ: ৮-এপ্রিল-২০২১
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে মাথায় আঘাত করে ফয়সল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুহিত আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে উপজেলার আসগর আলীর পুত্র।

 

বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেওপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল মিয়া উপজেলার দেওপাড়া গ্রামের হালিম মিয়ার পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল মিয়ার সাথে আসগর আলীর মেয়ে তাছলিমা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। সন্ধ্যায় তাছলিমার সাথে দেখা করতে যায় ফয়সাল। আসগর আলীর বাড়ির পেছনের পুকুর পাড়ে অন্তরঙ্গ অবস্থায় ছিল। তখন তাছলিমার ভাই মুহিত আলী দোকান থেকে এ অবস্থায় দেখতে পেয়ে ফয়সাল আর মুহিতের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মুহিতের হাতে থাকা টর্চলাইট দিয়ে ফয়সালের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন।

 

নবীগঞ্জ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটে। পরে ফয়সালের বাবা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় মুহিত আলীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

প্রথম পাতা