২ হাজার মানুষের পানি সংকট দূর করলেন ব্যারিস্টার সুমন
তারিখ: ৮-এপ্রিল-২০২১
স্টাফ রিপোর্টার ॥

 চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষের সুপেয় পানির সংকট দূর করলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একটি সাব মার্সিবল টিউবওয়েল স্থাপন করে দিয়ে পানির সংকট দূর করেন। গতকাল বুধবার সাব মার্সিবল টিউবওয়েলটি চালু করে দেওয়া হয়েছে। স্থানীয়রা সেখান থেকে পানি নেওয়া শুরু করেছেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রায় তিন মাস ধরে চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার টিউবওয়েলগুলোতে পানি উঠছিল না। চৈত্র মাস আসার পর এ সমস্যা আরও তীব্র হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষ দুর্ভোগে ছিলেন। সেজন্য একটি সাব মার্সিবল টিউবওয়ের স্থাপন করে দিয়েছি। ১২০ ফুট নিচে পানির লেয়ার পাওয়া গেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।’

ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার বাসায় কয়েকদিন পানি ছিল না। তখন বুঝেছি পানির সংকটে কতটা কষ্ট হয়। সেই অনুভূতি থেকে এ এলাকার সমস্যাটি সমাধান করেছি। যেসব এলাকায় পানির সমস্যা রয়েছে, সেই এলাকার সচেতন মানুষদের প্রতি অনুরোধ জানাই- এসব সমস্যা সামধানে আপনারা এগিয়ে আসুন।’