শায়েস্তাগঞ্জে নামে আছে হাত ধোয়ার বেসিন \ কাজে নেই
তারিখ: ২০-এপ্রিল-২০২১
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \

করোনা মহামারিতে শায়েস্তাগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার বেসিন বসায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। সে সব বেসিন ও পানির ট্যাংকি থাকলেও কাজে আসছে না সাধারণ মানুষের। সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে স্টেশনে বসানো বেসিনে হাত ধোয়ার পানি নেই, সাবান রাখার জায়গা আছে কিন্তু সাবান নেই। এমন অবস্থায় রয়েছে উপজেলার শিল্পনগরী অলিপুরের বেসিনটিও। বেসিনে ধুলোবালি আর ময়লা জমে আছে। তদারকি না থাকায় করোনা প্রতিরোধে এসব কোনো কাজেই আসছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলায় মাত্র দুইটি বেসিন নির্মাণ করা হয়েছিল। নির্মাণে ব্যয় এক লাখ বিশ হাজার টাকা। একটি বসানো হয়েছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে কাছে, আরেকটি মহাসড়কের অলিপুরে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো.আব্দুর রাজ্জাক জানান, আমরা কত সুন্দর করে বেসিন নির্মাণ করে দিয়ে আসছি, কিন্তু সাধারণ মানুষের অসচেতনার জন্য বেসিন ঠিকভাবে ব্যবহার করা হচ্ছেনা।

প্রথম পাতা