জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ৩২ মামলা
তারিখ: ২০-এপ্রিল-২০২১
স্টাফ রিপোর্টার \

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে লকডাউনের ৬ষ্ঠ দিনে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৩২টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা অর্থদÐ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৩২ জন ব্যক্তির বিরুদ্ধে ৩২টি মামলা দেয়া হয়। মামলায় তাদেরকে ১৩ হাজার ২০০ টাকা অর্থদÐ করা হয়। একই সাথে স্বাস্থ্যবিধি পালনের সাধারণ জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম পাতা