৩৫ বছরের ইতিহাসে হবিগঞ্জ স্টেডিয়ামে তৌফিকের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড
তারিখ: ২৫-ফেব্রুয়ারী-২০২২
জাকারিয়া চৌধুরী \

 ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকলো হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। একটি ম্যাচই পাল্টে দিয়েছে যতসব রেকর্ড। যেমন হয়েছে দলীয় সর্বোচ্চ রান তেমনি হয়েছে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও। ১ম বিভাগ ক্রিকেটলীগের ৩৫ বছরের ইতিহাসে এমন রেকর্ড দেখলো হবিগঞ্জবাসি।
 গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে মুখোমুখি হয় অনুশীলন ক্রিকেট ক্লাব ও নবজাগরণ ক্লাব। নবজাগরণ ক্লাব প্রথমে টস জিতে অনুশীলনকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের দলীয় সর্বোচ্চ ৪৩৩ রান তুলে অনুশীলন ক্রিকেট ক্লাব। আর এর পেছনের অন্যতম কারিগর ছিলেন অনুশীলন ক্লাবের ব্যাটস্ম্যান তৌফিক আহসান। টি-টুয়েন্টি মেজাজে খেলে মাত্র ১৭১ বলে ২৫১ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন তৌফিক। ২৫১ রানের ইনিংসটি ছিল ১২টি ছয় ও ২২টি চারের মার। অনুশীলনের হয়ে তৌফিকের পাশাপাশি আরো একটি সেঞ্চুরি তুলে নেন হৃদয় দেব। মাত্র ৭০ বল খেলে ১১০ রান করেন তিনি। নবজাগরণের হয়ে ১টি করে উইকেট নেন পায়েল ও শিষির। ৪৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৪ বল খেলে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় নবজাগরণ। আর এতে করে ৩২০ রানের বিশাল জয় পায় অনুশীলন ক্রিকেট ক্লাব। নবজাগরণের হয়ে রউফ করেন ৩২ ও সমির করেন ১১ রান। অনুশীলনের হয়ে জুবায়ের ৩টি ও তুষার নেন ২টি করে উইকেট।

প্রথম পাতা