নবীগঞ্জ উপজেলা ব্যস্ততম জনবহুল আউশকান্দিতে কিছুদিন পর পর ব্যবসায়ীদের দোকান পাটসহ বাসা বাড়িতে চুরির হিড়িক পড়েছে। এসব ঘটনায় সিসি ফুটেজ পুলিশ উদ্ধার করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ! মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা ও বাসা বাড়িতে হানা দিয়ে একের পর এক চুরি করে আসছে। গতকাল আউশকান্দি হীরাগঞ্জ বাজারে অনুপম বিপনীর ২য় তলায় কৌশলে প্রবেশ করে চোরেরা। এ সময় বিপনীর মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পথে তাদেরকে সন্দেহজনক আটক করেন জনতা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আউশকান্দি চেয়ারম্যান অফিসে সোপর্দ করা হয়। গত ২৯ নভেম্বর গভীর রাতে হাতে নাতে দুঃসাহসিক চুরিকালে ধরাশায়ী হয় গোয়ালাবাজার এলাকার লায়েক (৩০), নবীগঞ্জের কালা ভরপুর গ্রামের রুবেল মিয়া (২৭)সহ ৩জনকে আটক করেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা। তাদের জবানবন্দিতে পাওয়া যায় অনুপম বস্ত্র বিতানের অনেক দামী মালামাল চুরি করে নিয়েছে।স্থানীয়রা বলছেন, ‘চোর যেই হয় না কেন আমরা তার সুষ্ঠ বিচার চাই। বিভিন্ন সময় অনেকের দোকান ঘর চুরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা ধরা ছোয়ার বাহিরে! এই সকল চুরদের কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসতে পারে। আউশকান্দি এলাকায় ইদানীং গাঁজা, ইয়াবা সহ স্বামী পরিত্যক্ত পতিতা নিরভয়ে চালিয়ে যাছে এসব অপকর্ম। তাদের বিরুদ্ধে কথা বললে পতিতা দিয়ে মামলার ভয় দেখালে কেউ আর প্রতিবাদ করতে সাহস পায়না’।
নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে, আমি বিষয়টি দেখছি’।