শহরতলীর ধুলিয়াখাল বাইপাস সড়কে গাড়ি পোড়ানোর ঘটনায় মামলায় আরও দুই বিএনপিকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর থানার এসআই সনক কান্তি দাশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুল হেকিম ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে আটক করেন। গতকাল বুধবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে ৪ নেতাকর্মীকে আটক করেছিলো পুলিশ।