শায়েস্তাগঞ্জে সুদের টাকার জন্য লিটন মিয়া (৩০) নামের এক সিএনজি চালক পিটিয়ে আহত করেছে পাওনাদার। শুধু তাই নয়, তার কাপড় চোপড় ছিড়ে সর্বস্ব নিয়ে গেছে। এ ঘটনা নিয়ে চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ রেল কলোনীর মৃত আব্দুল মালেকের পুত্র লিটন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, লিটন সুদের উপর টাকা নেয় জনৈক এক ব্যক্তির কাছ থেকে। সুদ দিতে দিতে তার সর্বস্ব শেষ হয়ে যায়। গতকাল এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে সুদখোরের লোকজন লিটন মিয়াকে পিটিয়ে আহত করে।