নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত কায়স্থগ্রাম বাজার এবং ফুলতলী বাজারে জনগনের উন্নয়নের লক্ষে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উক্ত অনুষ্ঠান দুটিতে এমপি কেয়া চৌধুরী জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিক মিয়া, বীর প্রতীক নূর উদ্দিন, নবীগঞ্জ উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, গজনাইপুর ইউপির সাবেক সদস্য তৈয়ব উল্লাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।