বানিয়াচং মহারতœ পাড়া হাইস্কুলে নিয়োগ বানিজ্য, এলাকায় ক্ষোভ
তারিখ: ৯-জুলাই-২০২৪
স্টাফ রিপোর্টার \

বানিয়াচং মহারতœ পাড়া এসইএসডিপি মডেল হাইস্কুলে নিয়োগ বানিজ্য ও অন্যান্য আর্থিক অনিয়মের কারণে এলাকবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান বন্ধের সময় প্রকাশ করে আবেদন প্রত্যাশীদের ট্যাকনিকে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত করে পছন্দসই লোক  নিয়োগের পাঁয়তারা করছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক। ইতিপূর্বেও ৩টি পদে জনবল নিয়োগ করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে।
জানা যায়, গত ১১ জুন ২০২৪ স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত আবেদন করা হবে। কিন্ত স্কুল বন্ধ হয় ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়নি যে ডাকযোগে আবেদন করা যাবে। ফলে আবেদন প্রত্যাশিরা স্কুলে এসে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আবেদন সাবমিট করতে পারেননি। আবেদন প্রত্যাশী স্থানীয় পাড়াগাও মহল্লার জিয়াউল হক শুভ জানান, বিজ্ঞপ্তি পেয়ে আবেদন করতে যাই স্কুলে। কিন্ত সেখানে গিয়ে দেখি স্কুল বন্ধ, প্রধান শিক্ষক অঞ্জন দেবের মুঠোফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেননি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নিয়োগ বিজ্ঞপ্তিটি লোক দেখানো, মুলত তাদের পছন্দের লোককে নিয়োগ দেওয়ার জন্য প্রতারনা করা হয়েছে।
এলাকার সামাজিক ব্যক্তিত্ব চান পাড়া আবু সালেহ জানান, প্রধান শিক্ষক অঞ্জন দেব ও সভাপতি তাপস কৃষ্ণ মহারতœ মিলে স্কুলে দুর্নীতির মহোৎসব করছেন। চলমান নিয়োগ প্রক্রিয়াটি চোর পুলিশ খেলার মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে পূর্বে নির্ধারিত করা ব্যক্তিকে পদায়ন করার পাঁয়তারা করছেন। এর আগেও ৪র্থ শ্রেণীর ৩ জন কর্মচারী নিয়োগেও একই পক্রিয়ার মাধ্যমে করে লাখ লাখ টাকার বানিজ্য করেছেন তারা। তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
প্রধান শিক্ষক অঞ্জন দেব জানান, নিয়োগ পক্রিয়া যথাযথ নিয়ম মেনে করা হয়েছে, তারপরও স্কুল বন্ধের সময়ে আবেদনের শেষ তারিখ হওয়া প্রশ্ন উঠায় আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব। সভাপতি তাপস কৃষ্ণ মহারতœ জানান, আমি এথন ব্যস্ত আছি এ বিষয়ে পরে কথা বলব।