শহরে প্রতি কেজিতে শাক-সবজির দাম কমলো ২০ থেকে ১০০ টাকা
তারিখ: ২৭-জুলাই-২০২৪
স্টাফ রিপোর্টার ॥

গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ থাকায় জেলার বাজার গুলোতে ব্যাপক প্রভাব পড়ে। এতে বাজারে শাক সবজির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ফলে শাক সবজি ক্রয় করতে গিয়ে হিমশিমে পড়েন সাধারণ ক্রেতারা। তবে গতকাল শুক্রবার কারফিউ ১২ ঘন্টা শিথিল থাকার কারনে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে জেলা কাচা মালের বাজার গুলোতে শাক সবজির দাম অনেক হ্রাস পেয়েছে। প্রতি কেজি শাক সবজির দাম কমেছে ২০ থেকে ১০০ টাকা করে কমেছে। এতে করে বাজারে দেখা গেছে সাধারণ ক্রেতাদের ভীড়। 
গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে দেখা যায়, বাজারে প্রচুর পরিমাণে শাক সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত বিক্রি করা হয় বিভিন্ন ধরণের শাক সবজি। বর্তমানে বাজারে প্রতি কেজি আলু ৬০, ঝিঙা ৬০, টমেটো ১২০, বেগুন ৪০, গাজর ১৮০, কাচা মরিচ ১৬০, চিচিঙ্গা ৪০, পেঁপে ৪০, মুখি ৭০ ও ঢেঁড়স ৫০ টাকা করে বিক্রি করা হয়। যদিও এসব পণ্যের দাম দুই দিন পূর্বেও উর্ধ্বমুখি ছিল। যে কারণে সাধারণ ক্রেতারা শাক সবজি ক্রয় করতে এসে হিমশিমে পড়েন। এতে করে বাজারে ক্রেতাদের মধ্যে দেখা অস্বস্তি। বাজারে এসব শাক সবজির দাম অনেক বেশি ছিল। দুই দিন পূর্বেও আলু ৮০, ঝিঙা ৭০, টমেটো ২০০, বেগুন ১০০, গাজর ২৫০, কাচা মরিচ ৪০০, চিচিঙ্গা ৬০, পেঁপে ৭০, মুখি ১০০ ও  ঢেঁড়স ৭০ টাকা কেজি বিক্রি করা হয়। দুই দিনের ব্যবধানে পরিস্থিতি অনেক টাই স্বাভাবির থাকার কারনে বাজারে শাক সবজির দাম অনেকটাই কমে গেছে। গতকাল শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জেলার কারফিউ শিথিল ছিল। যে কারণে যানবাহন চলাচল ও যোগাযোগের ব্যবস্থা থাকায় শাক সবজির দাম কমেছে বলে জানান বিক্রেতারা। এতে শাক সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে।