হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় সমিতির আয়োজনে লক্ষ টাকা প্রাইজমানির সালেহ আহমেদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিমছায়া হবিগঞ্জ ৪৮ রানে ব্রাদার্স স্পোর্টস একাডেমি জলসূখাকে পরাজিত করে।
ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের অতিথি প্লেয়ার বড়লেখা উপজেলার এন এস ফাহিম সিপন। অধিনায়কত্ব করেন শাওন আহমেদ নোমান, অন্যান্য খেলোয়াড় তৌফিক আহসান, ফয়সাল মিন্টু, বাম্পার নাহিদ, নাঈম, মাহিদুল, মিশকাত, আজহার, রাহী, শাহরিয়ার নাহিদ, মহিউদ্দিন, ফরহাদ।
এতে উপস্থিত ছিলেন উত্তর শ্যামলীর বিশিষ্ট মুরুব্বি মোঃ সাজিদ মিয়া, রাজনৈতিক ব্যাক্তিত্ব হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, নাতিরাবাদ বসুন্ধরা সংসদের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আশরাফুল হক সাকিল, আমজাদ হোসেন মনি, মঞ্জু মিয়া, বিশেষ অতিথিবৃন্দ- কাইয়ুম মিয়া, আব্দুল হক, মোঃ দুলাল, সাদিকুর রহমান লিটন, মোঃ আঃ খালেক, জুয়েল চৌধুরী, ফেরদৌস আহমেদ,মুক্তার মিয়া, সোহাগ চৌধুরী, প্রিন্স, রুহেল আহমেদ, রাজু মিয়া, শিবুল চৌধুরী, সুয়েব মিয়া, মিজু আহমেদ রতন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলালুর রহমান তুর্কী, জেলা কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক জাহিদুল হাসান রিয়াজ, ইলিয়াস আলী তালুকদার, শাহাদাত শুভ, রেদোয়ান শুভ, ছাত্র সমন্বয়ক এনামুল হাসান সাকিব, নিমছায়ার সদস্য আঃ মালেক, জসিম, শোয়াইব, তোহা, স্বাদ,প্রিয়ম, মারুফ, পারভেজ, সাকিল, সানিম, বাবুল, কাজী শান্ত, তামিম, বিজয়, স্নেহ, সাকির, মাহি সহ অনেকেই।