প্রতিবাদে পূর্ব কায়স্থ গ্রামের শতাধিক মৎস্যজীবিদের প্রতিবাদ সভা-মানববন্ধন
তারিখ: ৭-নভেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার \

নবীগঞ্জে সরকারের উন্মুক্ত জলমহাল প্রভাবশালী চক্রের হাতে জিম্মি থাকায় পূর্ব কায়স্থ গ্রামের শতাধিক মৎস্যজীবিদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পূর্ব কায়স্থ গ্রামের মৎস্যজীবি সমিতির আয়োজনে স্থানীয় বাজারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্ব কায়স্থ গ্রাম মৎস্যজীবি সমিতির সভাপতি মুতি মিয়ার সভাপতিত্বে ময়না মিয়া ও হান্নান মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মৎস্যজীবি সমিতির সাংগঠনিক মকবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক চান মিয়া, শুকুর মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও মুরুব্বিয়ান। 
প্রতিবাদ সভায় বক্তারা বলেন- শাল্লা ওরফে শালদা নদীতে দীর্ঘদিন যাবত মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছিল কায়স্থ গ্রামের শতাধিক জেলে পরিবার। ওইসব জেলে পরিবারের মাছ আহরন ছাড়া তাদের আর কোন নির্দিষ্ট পেশা নেই। কিন্তু সম্প্রতি এলাইছ মিয়া, করিম মিয়া, জয়নাল মিয়া, শফিকুল আলম, আঃ কাইয়ুমসহ একদল প্রভাবশালী লোক প্রভাব বিস্তার করে বাঁধ দিয়ে জোর পুর্বক মাছ ধরতেছে। ওই এলাকায় মৎস্যজীবিরা মাছ ধরতে গেলে তারা জেলেদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে প্রভাবশালীরা। ফলে বর্তমানে জলাশয়ে বাধ থাকায় ও মাছ আহরণ করতে না পারায় মানবেতর জীবন যাপন করতেছে নিরীহ মৎস্যজীবি পরিবারগুলো। এ বিষয়ে জেলা প্রশাসন বরাবরাবরে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। একই সাথে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মৎস্যজীবিরা।