শায়েস্তাগঞ্জে রাস্তায় মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ীদের দল
তারিখ: ৭-নভেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার \

শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের উলুহর গ্রামের রাস্তায় মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ীদের দল। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মোটর সাইকেল উদ্ধার করে। এসময় মোটর সাইকেল থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। গত মঙ্গলবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।