স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের বাজকাশারায় কৃষকের গাছ কর্তন, বাড়ি দখলের অভিযোগ
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৪
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে কৃষকের জমি থেকে গাছ কেটে বাড়ী ঘরে হামলা ও স্বর্নালংকার এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়- বাজকাশারা গ্রামের মৃত- বাজিত উল্লাহ পুত্র এরশাদ আলীর সাথে একই গ্রামের মৃত- আঃ মছব্বির এর পুত্র রকিব মিয়া, রকিব মিয়ার পুত্র তানভির মিয়া, আব্দুস ছমেদ এর পুত্র হেলাল মিয়া ও বিলাল মিয়া, আঃ মুকিতের পুত্র মুহিবুর মিয়া গংদের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বাজকাশারা গ্রামের এরশাদ আলী, মারজান বেগম, রেনু বেগম, খুর্শেদ আলী, রোকেয়া বেগমের উপর অর্তকিতভাবে লোহার পাইপসহ দেশিয় বিভিন্ন অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা চালিয়ে, গুরুত্ব আহত করে একই গ্রামের রকিব মিয়া, তানভির, হেলাল, বিলাল গং। রকিব মিয়া, তানভির, হেলাল, বিলাল গং হামলা চালিয়েই শান্ত হয়নি। পরে তারা এরশাদ আলীর জমিতে রূপনকৃত বিভিন্ন প্রজাতির ১০০টি গাছ কেটে পেলে এবং বাড়ী ঘরে হামলা করে ঘরের শোকেচের ড্রয়ারের তালা ভাঙ্গিয়া নগদ ১ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকা মূল্যের একটি চেইন ও এক জুড়া কানের দুল চুরি করে নিয়ে যায়। আহত এরশাদ আলী, মারজান বেগম, রেনু বেগম, খুর্শেদ আলী, রোকেয়া বেগম পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এনিয়ে এরশাদ আলী বাদী হয়ে রকিব মিয়া, তানভির, হেলাল, বিলাল, মুহিবুর মিয়া সহ ৫ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এস.আই আরাফাত।

প্রথম পাতা