নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে লন্ডন প্রবাসী ছোট ভাইয়ের বাড়ী ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে প্রকাশ গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ইং লন্ডন প্রবাসী তসুদ মিয়া ও স্ত্রী সামছিয়া হক দেশে আসেন। দেশে এসে তার আপন ছোট ভাই লন্ডন প্রবাসী আবু তাহের নির্মাণকৃত ঘরের দরজা ভেঙ্গে জোর পূর্বক ঘরে প্রবেশ করে তার আপন ভাগনা আবু জাফর সিদ্দিকী অপুকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে জোর পূর্বক দখল করে নেয়। যার দলিল নং ৩৫৪০/২১ইং তারিখ ০১/০৯/২০২১ইং মূলে খুশবান বিবির নিকট হইতে ক্রয় করিয়া তথায় ঘর নির্মাণ করিয়া উক্ত ঘরে বাদী বসবাস করে আসছিল।

লন্ডন প্রবাসী তসুদ মিয়া ও স্ত্রী সামছিয়া হক দেশে আসছে জানতে পেরে লন্ডন প্রবাসী আবু তাহের বাড়ী/ঘর ও সম্পত্তি রক্ষার্থে তাহার আপন ভাগনা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখা-শোনাকারী আবু জাফর সিদ্দিকী অপুকে বাদী করে লন্ডন প্রবাসী তসুদ মিয়া ও তার স্ত্রী সামছিয়া হকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ইং সকালে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অপু উল্লেখ করেন বিবাদীরা আমার মামা আবু তাহের এর ক্রয়কৃত বাড়ী জোড়ে বলে দখল করিবে, আমাকে আমার মামা লন্ডন প্রবাসী আবু তাহেরের বাড়ী হইতে জোড়ে বলে বাহির করিয়া দিবে। আমি বা আমার পক্ষে যদি কেহ প্রতিবাদ করি, আমাদেরকে খুন-জখম করিবে বলিয়া বিবাদীরা হুমকি দিচ্ছে।

উল্লেখ্য, লন্ডন প্রবাসী আবু তাহের ও লন্ডন প্রবাসী তসুদ মিয়া ও তার স্ত্রী সামছিয়া হকদের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা ও বিভিন্ন বিষয়াদী, জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বাদী এ প্রতিনিধিকে জানান থানায় অভিযোগ দেওয়ার ৭/৮ ঘন্টা পর বিবাদীগণ তাদের দল-বল নিয়ে আবু তাহের কর্তৃক নির্মাণকৃত ঘরটির তালা ও লক ভেঙ্গে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। ওই সময়ে নবীগঞ্জ থানাকে বার বার জানালেও পুলিশ কোন ভুমিকা নেয় নাই। পরে রাত সাড়ে ১২টায় এস.আই রিপন দাশ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রথম পাতা