মহাসড়কে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান, ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার ॥

ঢাকা সিলেট মহাসড়কের মাধপুর উপজেলার জগদীশপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বিজিবি। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মালামাল বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে মোট ৩২,৪২৬ পিস কসমেটিকস সামগ্রী পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

প্রথম পাতা